বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে সভা

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে সভা

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর ইসলাম হ্যাপি, সোহেল রানা নাজমুল ও আমির হোসেন মেম্বার। এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন সরদার ও অপু মালিকসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশথেকে ফ্যাসিব্যাদকে দমনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। সভায় বক্তারা সর্বসম্মতিক্রমে, ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 


সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। বুধবার সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 




কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা বণিক সমিতির বিশেষ বর্ধিত সভা