দর্শনার কেরুজ আমতলাপাড়ায় দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের গ্রিল কেটে ২১ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা শহরের আমতলাপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মনজু ঘোষ সকাল ৮টার দিকে বিদ্যালয়ে চলে যান। স্কুল ছুটি শেষে বেলা একটার দিকে বাসায় এসে দেখেন- চোরেরা গেট কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ৭ জোড়া স্বর্ণের চেন, ১২টি স্বর্ণের আংটি, ৭ জোড়া হাতের রুলি, নাকফুলসহ বিভিন্ন জিনিসপত্র চোরেরা নির্বিঘ্নে নিয়ে পালিয়েছে।
খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মনজু ঘোষ দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।