শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মনোনয়ন প্রত্যাশী আমিরুলের পথসভা ও লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৫ ইং
মেহেরপুরে মনোনয়ন প্রত্যাশী আমিরুলের পথসভা ও লিফলেট বিতরণ

‘জনগণের সমর্থন কখনো পরাজিত হয় না’ এই স্লোগানে মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মোনাখালী ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার বিকেল ৪টায় মোনাখালী চাষী ক্লাব থেকে শুরু করে নওদাপাড়া পর্যন্ত পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।


পথসভায় নেতারা বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, সম্পাদক আনিসুজ্জামান টুটুল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের তথ্য সম্পাদক হাবিবুর রহমান, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন প্রমুখ। পথসভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলনে আরও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩