মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ গ্রামে নেশাগ্রস্ত ছেলের শাবলের আঘাতে বাবা রবিউল ইসলাম (৬০) গুরুতর আহত হয়েছেন। আহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত রব্বানী মণ্ডলের ছেলে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত রবিউল ইসলাম বলেন, আমি তিন বার জমি বিক্রি করে ছেলে শবির হোসেনকে প্রবাসে পাঠিয়েছিলাম। কিন্তু সে কিছুই করতে পারেনি। এবার আবার ইতালি যাওয়ার জন্য আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হইনি। এছাড়াও সে বাড়িতে এসে হেরোইন সেবন করে। এ ঘটনায় আমি গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তিনি আরও জানান, অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আজ সকালে শবির আমাকে হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আমার ডান হাত ভেঙে গেছে। আমি এই কুলাঙ্গার ছেলের বিচার চাই।
আহতের স্ত্রী জানান, কোনো কথা না বলেই শবির এসে শাবল দিয়ে আমার স্বামীর শরীরে বেধড়ক আঘাত করে। এতে তার ডান হাত গুঁড়ো হয়ে গেছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত ছেলে শবির হোসেন বলেন, আমি কাঠাল গাছের পাতা কেটেছিলাম। পরে বাবা সব গাছের পাতা কেটে বাজারে বিক্রি করে দেয়। এ নিয়ে বাবার সঙ্গে আমার বিরোধ হয়। এছাড়া আমার নামে থানায় অভিযোগ দেওয়ায় রাগের মাথায় আমি তার হাত ভেঙে দিয়েছি।
এ বিষয়ে জানতে গাংনী থানার ওসি বানী ইসরাইলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রতিবেদক গাংনী