রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৪২ হাজার টাকার জালনোটসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৫ ইং
গাংনীতে ৪২ হাজার টাকার জালনোটসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জালনোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে খোকনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোটসহ তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় বসবাস করেন।


র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওহেদুজ্জামান জানান, খোকন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির চক্রের সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ভাটপাড়া আবাসন থেকে জালনোটসহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

 


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল