মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে গাংনী পৌর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক শফি কামাল পলাশ গাংনী উত্তরপাড়ার কাওছার আলীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার। তিনি জানান, আটককৃতকে শুক্রবার দুপুরে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ২০২৪ সালের ৩০ জুলাই সন্ধ্যায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃবৃন্দ শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে। এসময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনায় চৌগাছা গ্রামের রেজানুল হক ইমন বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় শফি কামাল পলাশকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়। আটকের পর বিকেলে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।