বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গণসংযোগকালে জেলা বিএনপি সদস্যসচিব অ্যাড. কামরুল

কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস
  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৫ ইং
মেহেরপুরে গণসংযোগকালে জেলা বিএনপি সদস্যসচিব অ্যাড. কামরুল

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে গণসংযোগ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার তহ-বাজার এলাকায় তিনি এই গণসংযোগে অংশ নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ফয়েজ মোহাম্মদ, আহŸায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, হাফিজুর রহমান হাপি, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজমল হোসেন মিন্টুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা।


গণসংযোগ চলাকালে অ্যাড. কামরুল হাসান সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রসংস্কার রূপরেখা সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং দেশের উন্নয়নে এই সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।


তিনি বলেন, ‘রাষ্ট্রসংস্কার বাস্তবায়নে কৃষি খাতের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে-এটাই শহীদ জিয়ার প্রতিশ্রæতি ছিল। সেই ধারা বজায় রাখতে আমরা কৃষকের সার, বীজ, তেলসহ সব পণ্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করবো।’ গণসংযোগের পাশাপাশি বাজারে সবজি নিয়ে আসা প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমস্যার কথা শোনেন এবং কৃষিপণ্যের মূল্য, সারের সহজলভ্যতা ও কৃষি প্রণোদনার বিষয়ে খোঁজখবর নেন। তহ-বাজার ব্যবসায়ী সমিতির নেতা-কর্মীরাও এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল