বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশেষ সম্মাননা পেলেন আলমডাঙ্গার কবি জামিরুল খান

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
বিশেষ সম্মাননা পেলেন আলমডাঙ্গার কবি জামিরুল খান

সাহিত্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও ক্রেস্ট পেলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কবি, শিক্ষক ও পরিবেশবিদ এম. জামিরুল ইসলাম খান জামিল। গতকাল শুক্রবার বেলা তিনটায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে ‘নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর মিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক প্রফেসর আব্দুল মান্নান, খুলনা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রফিকুল ইসলাম, মিনা আজিজুর রহমান, সৈয়দ আশরাফ আলী, তাসরিনা বেগম এবং ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আবু আসলাম বাবু। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিমুল ও আশরাফুল আলম। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ছয়জন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-আলমডাঙ্গার এম. জামিরুল ইসলাম খান জামিল, কুষ্টিয়ার শেখ আক্তার, খুলনার প্রফেসর ড. সন্দীপক মল্লিক, আজাদুল হক আজাদ এবং সেবাব্রত সিংহ।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন এম. জামিরুল ইসলাম খান জামিল, সরদার আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন শেষে কেক কেটে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।




কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল