মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তাৎপর্যপূর্ণ সফরে আজ দিল্লি যাচ্ছেন

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৭ ইং
তাৎপর্যপূর্ণ সফরে আজ দিল্লি যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। তবে প্রতিরক্ষা খাতে দু’টি পৃথক সমঝোতা স্মারকসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তত ২০টি চুক্তি-সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে দিল্লির বিদেশ মন্ত্রক। গতকাল বিকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লিতে ব্রিফিং করেন বিদেশ মন্ত্রকের বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কের প্রধান, যুগ্ম সচিব শ্রিপ্রিয়া রঙ্গনাথান। সেখানে তিস্তা চুক্তির বিষয়ে তিনি স্পষ্ট করেই বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলা ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্যগুলোর মতামত নিয়ে যে কোনো চুক্তি সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এখনো ঐকমত্য হয়নি বলে উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা পিটিআই’র বরাতে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনসহ দিল্লি থেকে প্রকাশিত গতকালের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও তিস্তা সইয়ের সম্ভাবনা নাকচ করা হয়েছে। আগামী ১০ই  এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ওই সময়ে পানির প্রবাহ ৫০০০ কিউসেক থেকে অস্থায়ীভাবে ১০০০ কিউসেকের নিচে চলে আসে। প্রতিবেদনের সমাপনী অংশে তিস্তা চুক্তি বিষয়ে অবগত বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ফের বলা হয়, প্রধানমন্ত্রী  হাসিনার এবারের সফরে এ চুক্তি সই হওয়ার সম্ভাবনা একেবারেই কম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে ধানের শীষের জনস্রোত, পথসভায় শরীফুজ্জামান শরীফ