দর্শনায় গাঁজাসহ মাসুদ ও মানিক আটক
- আপলোড তারিখঃ ২৭-০২-২০১৯ ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ পুরিয়া গাঁজাসহ মাসুদ আহম্মেদ (৪০) ও মানিক মিয়া (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে দর্শনা কেরুজ মিলের নতুন মসজিদের সামনের পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে। আটককৃতরা দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের আবুল বাশারের ছেলে মাসুদ আহম্মেদ ও জাবেদ আলীর ছেলে মানিক মিয়া। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এসআই মিঠুন উদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
কমেন্ট বক্স