বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ডিসি ও এসপি’র উথলী পশুহাট পরিদর্শন ও গাছরোপণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গার ডিসি ও এসপি’র উথলী পশুহাট পরিদর্শন ও গাছরোপণ কর্মসূচি

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বৃহত্তর উথলী শিয়ালমারী পশুহাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় পশুহাটে পরিদর্শন করেন তাঁরা। পরে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে সন্তোষপুর ইকোপার্কে কৃষ্ণচূড়া গাছ রোপণ কর্মসূচিতে অংশ নেন।


পরিদর্শনকালে পশুহাটের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন তারা। বিশেষ করে হাটের অবকাঠামো, পশুর বর্জ্য অপসারণ ব্যবস্থা, শৌচাগার ও সুপেয় পানির সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ, পশু চিকিৎসকের উপস্থিতি, জাল নোট শনাক্তকরণে মেশিন ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আলামিন হোসনে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, হাট ইজারাদার কমিটির সদস্যবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে সন্তোষপুর ইকোপার্কে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।


প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঈদকে সামনে রেখে পশুহাটের নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ