বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিকট শব্দে আতঙ্ক, যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণ

দগ্ধ হয়ে গুরুতর আহত কিশোরকে ঢাকায় রেফার্ড
  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিকট শব্দে আতঙ্ক, যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণ

চুয়াডাঙ্গা পৌর শহরের মসজিদপাড়ায় যুবলীগ নেতা রাসেলের বাড়ির ছাদে বিষ্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার পিতা আসলাম শেখের মালিকানাধীন বাড়ির ছাদের রান্নাঘরে ঘটে এ ঘটনা। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়দের অনেকে একে বোমা বিষ্ফোরণ বলে মনে করেন। রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শনে যান। এর আগে রাত ১০টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান পৌঁছে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালান।


বাড়ির সদস্যরা দাবি করেছেন, রান্নাঘরে গ্যাস লিক করে জমে থাকা অবস্থায় বৈদ্যুতিক সুইচ অন করতেই বিস্ফোরণ ঘটে। এতে রাসেলের মামাতো ভাই সিহাব হোসেন (১৪) দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তারা রাস্তায় বেরিয়ে এসে জানতে পারেন যুবলীগ নেতা রাসেলের ছাদের রান্নাঘরে বিষ্ফোরণ হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে গ্যাস জমে থাকা অবস্থায় ইলেকট্রিক সুইচ চালু করতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়, তবে একটি পক্ষ সন্দেহ প্রকাশ করে জানিয়েছে, চুলা ও সিলিন্ডার অক্ষত রয়েছে। তারা বিষয়টি আরও গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন।



রাসেলের বোন সেবু খাতুন জানান, ‘সন্ধ্যায় মা বিনা খাতুন রান্নাঘরে গিয়ে স্টোভ অন করতে গিয়ে ব্যর্থ হন এবং নিচে চলে আসেন। কিছুক্ষণ পর সিহাব লাইটের সুইচ অন করতেই বিষ্ফোরণ ঘটে।’ বিনা খাতুন বলেন, ‘স্টোভে আগুন না জ্বলায় আমি নিচে নেমে যাই। স্টোভ বন্ধ করতে মনে ছিল না। আমার ভুলেই এত বড় ঘটনা ঘটলো।’


ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়নি। মনে হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বিষ্ফোরিত হয়েছে। জানালা ভেঙে যাওয়াসহ টিনের চাল ছিঁড়ে গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ