বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সমাবেশে জেলা সহকারী সেক্রেটারি রাসেল

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সমাবেশে জেলা সহকারী সেক্রেটারি রাসেল

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘৫৩ বছর দেশ স্বাধীন হয়েছে। যারা এতদিন ক্ষমতা আঁকড়ে ধরে ছিলেন, তারা হোক নেতা বা আমলা, তাদের মধ্যে সততার অভাব ছিল, যার ফলে দেশের কোনো উন্নতি হয়নি। তারা শুধু নিজেদের উন্নতি করেছে, এবং আমরা দেখি, যখন একটি রাস্তা বা ভবন নির্মাণ হয়, তখন সরকারের বরাদ্দের ৭০ শতাংশ আমলা ও নেতারা ভাগ করে নেয়। বাকি ৩০ শতাংশ দিয়ে উন্নয়নের কাজ করতে হয়, ফলে কিছুদিন পর সেই কাজ আবার রিপেয়ার করতে হয়।’ গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, ‘যে সব দেশ উন্নতি লাভ করেছে, তারা তাদের বরাদ্দের শতভাগ কাজে লাগিয়েছে, এবং তাদের উন্নয়ন কাজের জন্য আর কখনও রিপেয়ার করতে হয় না। দেশ স্বাধীনের ১০ বছরের মধ্যে মালয়েশিয়া উন্নত দেশে পরিণত হয়েছে, কারণ সেখানে পরকালীন জবাবদিহির ভয় ছিল। সেসব দেশকে আর ১০০ বছরেও উন্নয়ন কাজের জন্য হাত দিতে হয় না। তবে আমাদের দেশে নেতার অভাব নেই, শুধুমাত্র সৎ নেতৃত্বের অভাব রয়েছে।’ তিনি রসুল (স:) এর হুদাইবিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, ‘সৎ হলে ১০ বছরের পরিকল্পনা ২ বছরে বাস্তবায়ন করা সম্ভব।’
সমাবেশে ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামানের সঞ্চালনায় ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য সিনিয়র আইনজীবী অ্যাড. মুসলিম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক। এছাড়া উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির ইমরান হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল ও পৌর প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ