আগামী ৮ মে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও রেডক্রসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জুর সভাপতিত্বে ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানের সঞ্চালনায় সভায় রেডক্রিসেন্ট ডেলিগেট ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী সদস্য এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের, সুলতানা আঞ্জু রত্না ও ইউনিট অফিসার সাব্বির মিয়া উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৮ মে রেডক্রিসেন্ট সোসাইটি ও রেডক্রসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু ভারদেইনি নামক স্থানে জন্মগ্রহণ করেন। জীন হেনরী ডুনান্ট ১৯০১ সালে ডিসেম্বর মাসে ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১৯১০ সালে ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। জীন হেনরী ডুনান্টের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশসহ সারা বিশে^ প্রতিবছর মে মাসের ৮ তারিখ ‘বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।