মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে পিস্তল-গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২১ ইং
কোটচাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে পিস্তল-গুলি উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বালুহর ইউনিয়নের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ির পাটকাঠির গাদা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে বিষয়টি ষড়যন্ত্র হতে পারে বলে দাবী করছেন বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মাহবুবুল আলম জানান, বলুহর ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাঁর বাড়ির ছাদের উপরে একটি পাটকাঠির গাদা থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি বিদেশী ৯ এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে ইউপি সদস্য নজরুল ইসলাম কয়েকদিন যাবত মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।


কমেন্ট বক্স