সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ২

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ২
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি তালতলা স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- তালতলা স্কুলপাড়ার অশক বিশ্বাসের স্ত্রী প্রমেলা বিশ্বাস (৪৫) ও একই এলাকার বারি শাহের ছেলে প্রহল্লাদ শাহ (২৮)। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রহল্লাদ শাহ্ ও অশোক বিশ্বাসের পারিবারের মধ্যে বিরোধে চলে আসছিল। গত সোমবার প্রহল্লাদ শাহ্ নিজ কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসে। গতকাল সকালে পূর্ব বিরোধের জের ধরে প্রহল্লাদ শাহ্র ও প্রমেলা বিশ্বাসের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় উভয় পরিবারের সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাঁদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে প্রমেলা বিশ্বাস ও প্রহল্লাদ শাহ্ গুরুত্বর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ আহমেদ রবিন তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু