সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হাসপাতালে আবারও রোগীর টাকা চুরি!

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
চুয়াডাঙ্গা হাসপাতালে আবারও রোগীর টাকা চুরি!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও রোগীর লোকজনের পিছু ছাড়ছে না চোর। সামান্য বেখেয়াল হলেই চোর হাতিয়ে নিচ্ছে নগদ টাকা, টাকার ব্যাগ। গতকাল মঙ্গলবারও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের ভ্যনিটি ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল সুযোগ বুঝে প্রকাশ্যে একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে। এতে রোগীর স্বজনসহ স্থানীয় লোকজন আছেন চোর আতঙ্কে। সংঘবদ্ধ চোর চক্র অবাধে চুরির ঘটনা ঘটালেও চোর শনাক্তে ও ধরতে এখনো ব্যর্থ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তবে পুলিশ চোর শনাক্তে ও ধরতে তাদের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে রোগী দেখতে আসা মাহমুদা পূর্ণ নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে একটি পার্স চুরি হয়ে যায় সদর হাসপাতাল থেকে। পরে ওই নারী হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্তের চেষ্টা করে হাসপাতাল কর্র্তৃপক্ষ। ওই নারী বলেন, ‘হাসপাতাল থেকে কখন যে আমার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে পার্সটি নেওয়া হয়েছে, আমি টের পাইনি। পরে বিষয়টি টের পেলে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। পার্সের মধ্যে আমার ভোটার আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিল। অনেক চেষ্টা করেও সিসিটিভি ক্যামেরায় চোরকে শনাক্ত করতে পারিনি হাসপাতাল কর্তৃপক্ষ।’ এদিকে, হাসপাতালে একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনা রোধ করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসপাতালে পুলিশ নিয়োজিত থাকলেও তাদের চোখে ধুলা দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে চোর চক্র। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চোরমুক্ত করতে পুলিশি নজরদারির পাশাপাশি রোগী ও রোগীর সঙ্গে থাকা লোকজনকে সতর্ক হওয়া দরকার বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু