মেহেরপুরে শিশু পরিস্থিতিবিষয়ক সংলাপ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
মেহেরপুর অফিস:
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসন ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) যৌথ আয়োজনে শিশু পরিস্থিতিবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এনসিটিএফের সভাপতি মেহেরাব হোসেনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, আব্দুল হালিম প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু জাফর, এনসিটিএফের প্রতিনিধি রোজা খাতুন, রাজন আলী, আরশা আক্তার, সুরাইয়াা খাতুন, তানভীর, রাজিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে মডারেটর ছিলেন এলিসা ও রিয়াদ। শিশু পরিস্থিতিবিষয়ক সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স