অনির্বাণ থিয়েটারের সম্পাদক আনোয়ার হোসেন
- আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৯ ইং
কলকাতায় আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক হলেন
দর্শনা অফিস:
আমাদের দেশে প্রচলিত ফিল্ম নির্মাণপ্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম সৃষ্টিতেই বাজিমাত করলেন তরুণ শর্টফিল্ম নির্মাতা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসেছে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, দ্বিতীয় সেরা পরিচালকের পুরস্কার। কলকাতায় অনুকৃতি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে মেলে এ স্বীকৃতি। ২৪-২৫ আগস্ট ২০১৯, দুই দিনব্যাপী কলকাতা আকাদেমি অব ফাইন আর্টসে বসে এ আয়োজন। ফেস্টিভ্যালে তরুণ ফিল্ম নির্মাতা আনোয়ার হোসেন পরিচালিত ক্রসফায়ারসহ ১৪টি ফিল্ম প্রদর্শিত হয় এবং প্রদর্শিত ফিল্মের নির্মাতাদের মধ্য থেকে আনোয়ার হোসেন ২য় সেরা পরিচালক নির্বাচিত হন। তাঁর এ সাফল্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সময়ের সমীকরণ পরিবার।
কমেন্ট বক্স