আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা
- আপলোড তারিখঃ ১৬-০১-২০১৯ ইং
আলমডাঙ্গা অফিস: টানা তিনবারের মত সাংসদ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা দিলো উপজেলা শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, আলমডাঙ্গা উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংবর্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ইউআরসি ইন্সট্রাক্টর আনোয়ারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, মাসুদুল ইসলাম, ছবির উদ্দিন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সেক্রেটারি আলম হোসেন, যুগ্ম সেক্রেটারি খো. রকিবুস সালেহীন, মোল্লা ফেরদৌস উল আলম, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, জাকির হোসেন, আজিজুল ইসলাম, শাজাহান আলী, আমিনুল ইসলাম, আসলাম সাঈদ জোয়ার্দ্দার, আনছার আলি, সোলায়মান, রশীদ আলী, সাজ্জদুল ইসলাম, লুৎফর রহমান, সহকারী শিক্ষক মফিজ উদ্দিন, রফি উদ্দিন, ইকবাল উদ্দিন, ইশতেশাম, ফিরোজ, মামুন, মিলন প্রমুখ।
কমেন্ট বক্স