হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত
- আপলোড তারিখঃ ১২-১২-২০১৮ ইং
হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ভবানিপুর বকুলতলা নামক স্থানে। মৃত ভিক্ষুক ভবানিপুর গ্রামের স্কুলপাড়ার মৃত চেতন ফকির এর পুত্র গোলাপ ফকির (৫৫)। এলাকাবাসি, হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার সকাল ৭টায় ধুলিয়া গ্রাম থেকে পালসার মোটর সাইকেলযোগে ভবানিপুর বটতলায় যাবার পথে ধুলিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র শুভ পথিমধ্যে ভবানিপুর বকুলতলায় পাকা রাস্তার উপর গোলাপ ফকিরকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করে। মৃত গোলাপ ফকির ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করত।
কমেন্ট বক্স