জীবননগরে পরিচিতি সভা ও রায়পুরে জনসভা সফল করার লক্ষে কর্মিসভায় নজরুল মল্লিক
- আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভা রুপ নেবে জনসমুদ্রে
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের পরিচিতি সভা ও রায়পুর বাজারে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ পরিচিতি সভা ও কর্মিসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক
প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। আমাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ন্যায় মানুষকে ভালোবাসতে হবে। দেশ ও জনগনের কল্যানে আগামীতে নেতৃত্ব দেয়ার জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রজন্ম লীগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় যুব ও নতুন প্রজন্মকে এক সাথে কাজ করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীলভাবে পরিচালনার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির বিশ্বাস, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাষ্টার, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার যুবলীগ নেতা ছব্দুল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী সামছুর রহমান চঞ্চল, মনোহরপুর ইউনিয়ন যুবলীগ নেতা এ্যাড. আকিমুল ইসলাম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, জীবননগর পৌর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবু সাঈদ মিলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আন্দুলবাড়ীয়া, ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি খাঁন তারিখ মহাম্মদ, সাধারণ সম্পাদক রিপন হোসেন, কেডিকে ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি একরামুল হক ইনু, সম্পাদক উমর আলী, রায়পুর ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রবজেল হোসেন, সম্পাদক অসিত কুমার, বাঁকা ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আ. মজিদ, সম্পাদক ফরহাদ হোসেন, সীমান্ত ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক হাফিজুর রহমান, মনোহরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি বজলুর রহমান, সম্পাদক হাসানুজ্জামান রিন্টু, হাসাদাহ ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আইনউদ্দীন, সম্পাদক রাজু আহাম্মেদ প্রমূখ।
পরে উপজেলার ধোপাখালী গ্রামে গণসংযোগ করেন মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, ধোপাখালি আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জীবননগর উপজেলা সভাপতি কামরুজ্জামান বিদ্যুত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কালু, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সীমান্ত ইউনিয়নের সভাপতি আমিনুল রহমান, সাধারণ সম্পাদক হাফিজ প্রমূখ।
এদিকে, চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসমাবেশ সফল করার লক্ষে বিকালে উপজেলার রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মিসভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক।
এসময় নজরুল মল্লিক বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তাদের কাগজ-কলমে যে আদর্শ ও নীতি দেখা যায়, বাস্তব কর্মকান্ডে তাদের আদর্শ ও নীতির মিল খুজে পাওয়া যায় না। আদর্শ, ন্যায়, নীতি, সত্য ও নিষ্ঠায় পরিপূর্ণ দেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলের আদর্শ ও নীতি অনুযায়ী বর্তমান শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা গুলোসহ ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, বিদ্যুৎ, খাদ্য, বাসস্থানসহ সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন করায় দেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে দেশ আজ জঙ্গী, সন্ত্রাস ও মাদক মুক্ত হওয়ায় শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আর উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৪ দলের জনসভা। ওইদিন অনুষ্ঠেয় ১৪ দলের জনসভা রুপ নেবে জনসমুদ্রে। সবেশেষে তিনি ১৪ দলের জনসভা সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মিদের উপস্থিত হয়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান।
কমেন্ট বক্স