ইপেপার । আজবৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় পিংকি খাতুন (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশ উপজেলার ধানখোলা গ্রামের পিংকির স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পিংকির লাশ তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়। নিহত পিংকি উপজেলার খড়মপুরের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী। এদিকে, এ ঘটনায় পিংকির স্বামীকে প্রধান আসামি করে গাংনী থানায় একটি আত্মহত্যার প্ররোচণা মামলা দায়ের করেছেন পিংকির পিতা খোকন দেওয়ান।

জানা গেছে, পিংকির সাথে বছর দশেক আগে আনোয়ার হোসেনের বিয়ে হয়। বর্তমানে আনোয়ার হোসেন কর্মসূত্রে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে পিংকি তার স্বামীর বাড়ি ধানখোলা গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। এরই মধ্যে গত সোমবার সন্ধ্যায় পিংকির মা ও তার দুই সন্তান গাংনী থেকে ধানখোলা বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। বিষয়টি টের পায় বাজারের লোকজন। পরে ঘরের দরজা ভাঙলে পিংকির মরদেহ দেখে পুলিশে খবর দেয় তারা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। গতকাল সকালে পিংকির পিতা খোকন দেওয়ান পিংকির স্বামী আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে আত্মহত্যার প্ররোচণা মামলা করেন। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে পিংকির লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পিংকির স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বাড়িতে আসার সুযোগ থাকলেও তিনি নানা অজুহাতে বাড়ি আসেন না। পারিবারিকভাবে কয়েক দফা বোঝানোর চেষ্টা করা হলেও আনোয়ার বাড়িতে আসতে অনীহা প্রকাশ করেন সেই সাথে পিংকিকে আত্মহত্যার প্ররোচণা দেয়। এক রকম বাধ্য হয়েই পিংকি আত্মহত্যা করে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আত্মহত্যার প্ররোচণার জন্য তার স্বামী আনোয়ার হোসেনকে প্রধান আসামি ও অপর দুজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন পিংকির পিতা। মৃত্যুর সঠিক কারণ নির্ণলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ১২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলায় পিংকি খাতুন (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশ উপজেলার ধানখোলা গ্রামের পিংকির স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পিংকির লাশ তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়। নিহত পিংকি উপজেলার খড়মপুরের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী। এদিকে, এ ঘটনায় পিংকির স্বামীকে প্রধান আসামি করে গাংনী থানায় একটি আত্মহত্যার প্ররোচণা মামলা দায়ের করেছেন পিংকির পিতা খোকন দেওয়ান।

জানা গেছে, পিংকির সাথে বছর দশেক আগে আনোয়ার হোসেনের বিয়ে হয়। বর্তমানে আনোয়ার হোসেন কর্মসূত্রে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে পিংকি তার স্বামীর বাড়ি ধানখোলা গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। এরই মধ্যে গত সোমবার সন্ধ্যায় পিংকির মা ও তার দুই সন্তান গাংনী থেকে ধানখোলা বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। বিষয়টি টের পায় বাজারের লোকজন। পরে ঘরের দরজা ভাঙলে পিংকির মরদেহ দেখে পুলিশে খবর দেয় তারা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। গতকাল সকালে পিংকির পিতা খোকন দেওয়ান পিংকির স্বামী আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে আত্মহত্যার প্ররোচণা মামলা করেন। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে পিংকির লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পিংকির স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বাড়িতে আসার সুযোগ থাকলেও তিনি নানা অজুহাতে বাড়ি আসেন না। পারিবারিকভাবে কয়েক দফা বোঝানোর চেষ্টা করা হলেও আনোয়ার বাড়িতে আসতে অনীহা প্রকাশ করেন সেই সাথে পিংকিকে আত্মহত্যার প্ররোচণা দেয়। এক রকম বাধ্য হয়েই পিংকি আত্মহত্যা করে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আত্মহত্যার প্ররোচণার জন্য তার স্বামী আনোয়ার হোসেনকে প্রধান আসামি ও অপর দুজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন পিংকির পিতা। মৃত্যুর সঠিক কারণ নির্ণলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।