মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর ঢেপা গ্রামে দু’পক্ষের হামলা-পাল্টা হামলা

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৮ ইং
গাংনীর ঢেপা গ্রামে দু’পক্ষের হামলা-পাল্টা হামলা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশের শক্ত ভূমিকায় এলাকায় আইন শৃংখলার অবস্থা স্বাভাবিক। উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার দাবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে এঘটনা ঘটে। ঢেপা গ্রামের সাবেক ইউপি সদস্য কপেল উদ্দীন জানান, সন্ধ্যারাতে ঢেপা গ্রামের হাসমত উল্লাহর ছেলে মুরগি ব্যবসায়ী মন্টু মিয়াকে গ্রাম্য বিরোধ নিয়ে বাক্যবিনিময়ের এক পর্যায়ে মারধর করে একই গ্রামের কালু মিয়া, আদম, মনির মিয়া ও চানমিয়াসহ কয়েকজন। এসময় আমার ভাতিজা মাজহারুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও মারধর করে এবং ধাওয়া দেয়। পরে আমার বাড়িতে ৩০-৪০ জন লোক হামলা চালিয়ে ঘরে আগুন দেয়। পরবর্তিতে ফায়ার সার্ভিস মেহেরপুর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয় ও পুলিশ-প্রশাসনের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে। এঘটনায় আমার দুই ছাগল পাওয়া যাচ্ছে না এবং আরো কয়েকজন লোক আহত হয়েছেন। অপর পক্ষে ইউনুস আলী জানান, আমাদের বাড়িতে হামলা চালিয়ে ইলোপাথারী ইটপাটকেল নিক্ষেপ করে এঘটনায় আমি ও আমার ভাই কুদ্দুস, আমার ছেলে রাকিবুল ইসলাম কালু ও আমার স্ত্রী, দুই বৌমা ও দুই ভাইয়ের বৌ আহত হয়। বর্তমানে সবাই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এসময় তারা নিজেকে বাচাতে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। এবিষয়ে পুলিশ অবগত আছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, উভয় পক্ষের হামলা-পাল্টা হামলা শুনে আমি নিজেই ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিই। গ্রামবাসীকে সকল প্রকার হানাহানি থেকে দূরে থাকার আহবান জানানো হয়েছে। তবে নিজেদের ভুল বুজা বুজির কারণে এ ঘটনা। বিষয়টি কিছুই না নিজেরা বড় করে দেখাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর