জীবননগরে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
- আপলোড তারিখঃ ৩০-১১-২০১৭ ইং
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আলিম মাদরাসায় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা আলিম মাদরাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক খুরশীদ আলম। স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথি খুরশীদ আলম তার বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে, ভবিষ্যতে জরুরী প্রয়োজন মেটাতে, প্রয়োজনে উচ্চশিক্ষার তহবিল যোগাতে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও ব্যাংকের এসএমএস ব্যাংকিং, ইনটারনেট ব্যাংকিং, এটিএম কার্ডসহ আধুনিক ব্যাংকিং সেবার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ব্যাংকে হিসেব খোলার নিয়মাবলী এবং সুবিধাসমূহ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাখার স্কুল ব্যাংকিং বিষয়ক কর্মকর্তা আরাফাত হোসেন পরিচালনায় ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা ওয়ালিউল্লাহ ও মো. সাইফুল্লাহ প্রমূখ। সভা শেষে মাদরাসার ৩শ ছাত্রছাত্রীর মাঝে হিসেব খোলার ফর্ম বিতরণ করা হয়।
কমেন্ট বক্স