বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মাঝে

বই, শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ
  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২৬ ইং
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মাঝে

ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর একটি নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অবকাঠামো ও পানির কল উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠীর কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।


প্রধান অতিথির বক্তব্যে আসিফ কাজল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। শিক্ষাই পারে দারিদ্র‍্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক সমাজ গড়ে তুলতে। তিনি ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।


জানা গেছে, বর্তমানে ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩০ জন শিশু শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক দেওয়া হয়। স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করেন স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব।


স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব একজন তরুণ উদ্যোক্তা। তিনি অনলাইন বিজনেসের মাধ্যমে অর্জিত অর্থ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। এর আগেও তিনি ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। শীতকালে কম্বল ও গরমকালে নিজ উদ্যোগে মুহিব শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে