বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে

আলমডাঙ্গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। গতকার বুধবার সংগঠনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর নিজ এলাকায় গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীনসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।


মেধাবী এই শিক্ষার্থীর অসামান্য সাফল্যে আনন্দ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে তাকে একটি শুভেচ্ছা স্মারক হিসেবে ‘ইনডোর প্ল্যান্ট’ (চারাগাছ) উপহার দেওয়া হয়।


সাক্ষাৎ শেষে এক অনানুষ্ঠানিক আড্ডায় মেধাবী শিক্ষার্থী তার এই সাফল্যের পেছনের গল্প এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। চারাগাছ উপহার দেওয়ার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাকে এই বার্তা দেওয়া হয় যে, সাফল্যের শিখরে পৌঁছেও যেন সে প্রকৃতির প্রতি যত্নশীল থাকে এবং সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। এ সময় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন, “মেধাবীরাই আমাদের আগামীর সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আমাদের পুরো এলাকার জন্য গর্বের। আমরা চাই এই তরুণ মেধাবীরা তাদের সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়াক। তাদের উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”


অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ২য় স্থান অধিকারী সাবেক শিক্ষার্থী হাসানুল ইখতিয়ার কিরণ, মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম, এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শাওন হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসল,  যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা সহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ। ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ ও উপহারের প্রশংসা করে শিক্ষার্থী ও তার এলাকাবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রসারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত