চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে একটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুর ০২:৩০ থেকে বিকেল ০৪:০০ পর্যন্ত পৌরসভাস্থ বিভিন্ন এলাকায় এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
অভিযান চলাকালীন কলেজ রোড এলাকায় অবস্থিত 'সাগর কাবাব ঘর' নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্য সনদ না থাকা এবং বিক্রয়ের জন্য বাসি চিকেন ফ্রাই সংরক্ষণ করার অপরাধ প্রমাণিত হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মো: জুয়েল রানাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আরও বেশ কিছু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের নিম্নলিখিত বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা। নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা। মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকা। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনাব সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে অংশ নেয়। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদক