জীবননগর ও মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত পৃথক চারটি অভিযানে এসব সাফল্য অর্জন করে বিজিবি।
বিজিবির রাজাপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৭১/৮-এস এলাকার রাজাপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এছাড়া মাধবখালী বিওপির অভিযানে একই সীমান্ত পিলার এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ ও ১৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে বাঘাডাঙ্গা বিওপির টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ জন পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া শ্রীনাথপুর বিওপি’র অভিযানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুসহ মোট ৬ জন আটক করা হয়। আটক সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে মাদক ও মানব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সমীকরণ প্রতিবেদক