গাঁজা, মাদক ও অনুপ্রবেশকারীরা আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-01-15 ইং
গাঁজা, মাদক ও অনুপ্রবেশকারীরা আটক ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত পৃথক চারটি অভিযানে এসব সাফল্য অর্জন করে বিজিবি।


বিজিবির রাজাপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৭১/৮-এস এলাকার রাজাপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এছাড়া মাধবখালী বিওপির অভিযানে একই সীমান্ত পিলার এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ ও ১৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।


অন্যদিকে বাঘাডাঙ্গা বিওপির টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ জন পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া শ্রীনাথপুর বিওপি’র অভিযানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুসহ মোট ৬ জন আটক করা হয়। আটক সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে মাদক ও মানব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)