ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মাঝে

বই, শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-14 ইং
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মাঝে ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর একটি নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অবকাঠামো ও পানির কল উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠীর কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।


প্রধান অতিথির বক্তব্যে আসিফ কাজল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। শিক্ষাই পারে দারিদ্র‍্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক সমাজ গড়ে তুলতে। তিনি ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।


জানা গেছে, বর্তমানে ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩০ জন শিশু শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক দেওয়া হয়। স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করেন স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব।


স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব একজন তরুণ উদ্যোক্তা। তিনি অনলাইন বিজনেসের মাধ্যমে অর্জিত অর্থ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। এর আগেও তিনি ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। শীতকালে কম্বল ও গরমকালে নিজ উদ্যোগে মুহিব শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)