রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউনিয়নে বিএনপির কর্মী সভা

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৫ ইং
হাউলী ইউনিয়নে বিএনপির কর্মী সভা

দামুড়হুদা হাউলি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে রুদ্রনগর ব্রিজ মোড়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিউর রহমান চন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ফকির মোহাম্মদ, বিএনপি নেতা শামসুল আলম ও ওহিদুজ্জামান।


সভায় প্রধান বক্তা বলেন, ‘আমরা জিয়ার দল করি, প্রকাশ্যে দিবালোকে সবসময় একই কথা বলি। আমরা বিএনপি করি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। তাই চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের কান্ডারী মাহমুদ হাসান খান বাবু ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়নের ৭ নম্বর ওয়র্ডের সাধারণ সম্পাদক আলেপ উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইনছান আলী, আব্দুল আলিম, ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী, নয়ন স্বপন, খাইরুল, নাজিম, শাজাহান, ওমেদুল, জোনায়েদ, শামীম, হাশেম, জিয়া, শরিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন