রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৯ বোতল ফেনসিডিলসহ চা-দোকানি আটক

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৫ ইং
দর্শনায় ৯ বোতল ফেনসিডিলসহ চা-দোকানি আটক

দর্শনায় ফেনসিডিলসহ এক চা-দোকানিকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে অভিযান চালায় র‍্যাব-১২ এর একটি বিশেষ টিম। অভিযানে মিজানের চায়ের দোকান থেকে ৯ বোতল ফেনসিডিলসহ দোকান মালিকের ছেলে সুমনকে (২৫) আটক করা হয়। তিনি দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মিজানের ছেলে।


র‍্যাব সূত্রে জানা গেছে, ওই চায়ের দোকানে মাদক বিক্রির অভিযোগে দীর্ঘদিন নজরদারিতে ছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ে র‍্যাব সদস্যরা সেদিন সিভিল পোশাকে সাধারণ ক্রেতা সেজে দোকানে অবস্থান করেন। পরে গোপনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সুমনকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন র‍্যাব-১২ এর ক্যাপ্টেন মো. ওয়াহেদ। র‍্যাব জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন