আলমডাঙ্গা উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে দিনব্যাপী গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রিজিওনাল হেড মুহাম্মদ তারেক সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সিনিয়র এরিয়া ম্যানেজার মো. সুলাইমান হোসেন, উপজেলা এলাকার বিভিন্ন এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পরপরই সুসজ্জিত মোটরসাইকেল বহরের মাধ্যমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ায়। পাশাপাশি দোকানে দোকানে ও জনসমাগমে লিফলেট বিতরণ, গ্রামীণ জনগণের সঙ্গে সরাসরি কথা বলে সচেতনতা বৃদ্ধি এবং ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সেবা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া