অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘পিতা-মাতা আমাদের জন্ম দেন, আর শিক্ষক আমাদের নীতি-নৈতিকতা ও জ্ঞান শিক্ষা দেন। পিতা-মাতার পরেই আমাদের কাছে শিক্ষকদের স্থান। শিক্ষকদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি এবং সভ্য সমাজ গঠনের ভিত্তি শিখি। তাঁরা আমাদের সন্তানদের মতোই গড়ে তোলেন, তাই সমাজে শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ।’ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা হারদী ইউনিয়নের এম এস জোহা ডিগ্রি কলেজ, হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, ওসমানপুর প্রাগপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা, ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা খাতে দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা জাতির নৈতিক ও মানসিক ভিত্তি গড়ে তোলেন। একটি আদর্শ রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এসময় উপস্থিত শিক্ষকবৃন্দ তাদের নানা দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক মো. বায়জিদ বোস্তামী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মো. মামুন রেজা, হারদী ইউনিয়ন আমির মাওলানা গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমীকরণ প্রতিবেদক