মেহেরপুর সদর উপজেলার এডিবি ও উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে ২১ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটানো। আজকের এই বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণের মাধ্যমে উপকারভোগীরা আরও স্বাবলম্বী ও গতিশীল জীবনযাপন করতে পারবে।
বাইসাইকেলপ্রাপ্ত এক ছাত্রী বলেন, ‘আমি আগে হেঁটে স্কুলে যেতাম, এতে অনেক সময় লাগত। এখন সাইকেল পাওয়ায় সময়মতো স্কুলে যেতে পারব। পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবÑ এজন্য উপজেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ।’ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুস্থ সংস্কৃতির বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ব্যাপক উৎসাহ জোগাবে। এছাড়া অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ তাদের চলাচলের কষ্ট লাঘবে সহায়ক হবে।
প্রতিবেদক মেহেরপুর