রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ব্রিজ মোড়ে লাটাহাম্বার-মোটরসাইকেলের সংঘর্ষ

সড়কে ঝরল তরতাজা প্রাণ, আহত দুজন
  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার ব্রিজ মোড়ে লাটাহাম্বার-মোটরসাইকেলের সংঘর্ষ

আলমডাঙ্গায় লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ব্রিজ মোড় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকতার আলী (৪০)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের চিতুলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। আহতরা হলো- কুষ্টিয়া জেলার মিরপুর থানার ছাতিয়ান ইউনিয়নের কয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরী খাতুন ও তার মেয়ে জামিলা খাতুন (১১)। আর নিহত ইকতার আলী জয়নালের শ্যালক।


জয়নাল বলেন, সোমবার সকালে চারজন মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। আমরা আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে আমাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আমি আর আমার স্ত্রী একটা বাইকে ছিলাম, আর ওরা মামা-ভাগ্নে আরেকটা বাইকে ছিল। ওদের বাইকটা আমাদের আগে ছিল, হঠাৎ করে কী থেকে যে কী হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। ’


এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকতার আলীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান, আহত জামিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। সাগরী খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে ভর্তি নন। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ব্রিজ মোড় এলাকায় লাটাহাম্বারের সাথে মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনা হয়। সংবাদ পাওয়া মাত্রই আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় দুইজন আহত এবং একজন নিহত হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে আর আহতরা চিকিৎসাধীন আছে। তিনি আরও বলেন, এ ঘটনায় লাটা হাম্বার এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা আছে। নিহতের লাশ হস্তান্তর এর প্রক্রিয়া এবং আইনগত প্রক্রিয়া চলমান।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন