বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-২ আসন নির্বাচনী কমিটির সভায় অ্যাড. রুহুল আমিন

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা-২ আসন নির্বাচনী কমিটির সভায় অ্যাড. রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘যাদের দলে কোনো কর্মসূচি নেই, তারাই এখন আমাদের বিরোধিতা করছে।’ গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় দর্শনার লোকনাথপুর সৌদিয়ান রিসোর্টে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা-২ আসন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. রুহুল আমিন বলেন, ‘আমাদের দুর্বল কেন্দ্রগুলোতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। জামায়াত একটি বৈষম্যহীন সমাজ গঠনে বিশ্বাসী। দেশের মানুষ এখন শান্তি, ন্যায়বিচার ও নিরাপদ জীবন চায়।’ তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজি, মাদক, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজে বাস করতে চায়। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চায়, তরুণরা বেকারত্বের অবসান চায়, আর সাধারণ মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে চায়।


বিগত ফ্যাসিবাদী সরকার দেশের ২৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। সেই অর্থ ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। বিচারের নামে প্রহসন নয়, জনগণ এখন প্রকৃত ন্যায়বিচার চায়।’


তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের পর মানুষ আর রক্ত দেখতে চায় না। শিক্ষা পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই জনগণের প্রত্যাশা। জামায়াত ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার- এটা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’


সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, মুফাসসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, জীবননগর উপজেলা আমির সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২