‘জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া দুর্নীতি এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠা বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বদলি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে জুলাই যোদ্ধারা। বদলি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঝিনাইদহ হরিণাকুণ্ডু পাঁয়রা চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন শেষে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান ও আবু হুরাইরা। বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসর এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বদলি হয়েছে। এই বদলি বাতিল করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে কোনোভাবেই হরিণাকুণ্ডু উপজেলায় যোগদান করতে দেওয়া হবে না। কারণ তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া এবং অফিসে শেখ হাসিনার লেখা বইপত্র সংরক্ষণের মতো অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের মে মাসে বাগেরহাট জেলার শরণখোলায় যোগদানের পর থেকেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে শরণখোলার বাসিন্দারা একাধিকবার মানববন্ধনও করেছেন। এর আগেও বরিশালের হিজলা উপজেলায় একই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি পানিশমেন্টের শিকার হয়েছিলেন।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: