শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় শিশুর পাশে ইউএনও

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
সড়ক দুর্ঘটনায় আহত অসহায় শিশুর পাশে ইউএনও

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত শিশু মুত্তাকিন হোসেনের (৪) পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বামন আইল গ্রামে। আহত শিশু মুত্তাকিন হোসেন একই গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় শিশুটি খেলা করছিল এমন সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান, তার ডান পাটি ভেঙে গেছে এবং সমস্ত শরীরে আঘাত প্রাপ্ত হয়েছে। শিশুটির পিতা দরিদ্র হওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।


এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রচার হলে নির্বাহী অফিসার হোসনেআরা গত মঙ্গলবার রাতে তার অফিসের নাজির মাসুদ রানার মাধ্যমে শিশুটির পিতার হাতে নগদ ১০ হাজার টাকা পৌঁছে দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুটির পরিবারের আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতা আস্থাস প্রদান করেন। অসহায় শিশুটির পরিবারের পাশে থাকায় সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহত শিশুটির পিতা।


আহত শিশু মুত্তাকিনের পিতা ঢালাই মিস্ত্রি সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, তার শিশু পুত্রের পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালানো ব্যক্তি পার্শ্ববর্তী কুশাবাড়িয়া বাজারের আলমঙ্গীর ট্রেডার্সের মালিক কবির হোসেন। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমরা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত