জীবননগর সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব অভিযানে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলেও কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার ও গতকাল বুধবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৫/এমপি’র ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহার আলীর আমবাগানে হাবিলদার মো. নাছিরউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টা ১০ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/১-এস হতে ৩.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মনোহরপুর তেতুলতলা এলাকায় নায়েক মো. লোকমান হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল বুধবার বেলা ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের হেয়ারিং রাস্তার উত্তর পাশে মো. মহিউদ্দিনের আমবাগানে হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ কেজি ভারতীয় গাঁজা ও ১৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন