আলমডাঙ্গায় ২০২৫-২৬ মৌসুমে রবি সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।
তিনি বলেন, ‘মানবদেহে পুষ্টি বজায় রাখতে শাক-সবজির ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবুজ শাক দেহের প্রোটিন ও আমিশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনবহুল দেশে আমাদের লক্ষ্য কৃষকদের সবুজ শাক বিভিন্ন কৃষকদের চাষে উৎসাহিত করা, যাতে দেশীয় পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা যায়।’
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জেড এম মাহমুদউল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ইন্সট্রাক্টর জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান, আহসানুল হক শাহীন, আশরাফুল আলম, আব্দুর রফিক, মতিয়ার রহমান, জাহিদ হাসান, শাকিলা পারভীন, রত্না খাতুন, শর্ষিতা তাবাচ্ছুম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকরা সরাসরি বীজ ও সার গ্রহণ করেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে চাষাবাদ সংক্রান্ত পরামর্শ নেন। এছাড়াও অনুষ্ঠানে কৃষকদের জন্য সবুজ শাক-সবজি চাষের সঠিক নিয়মাবলী, সার ব্যবস্থাপনা এবং রোগ-বালাই প্রতিরোধক ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান। সবজির বীজ ৪৭০ কেজি, লাউয়ের বীজ ১৭০ কেজি, বেগুনের বীজ ২৩০ কেজি, মিষ্টি কুমড়ার বীজ ২৩০ কেজি ও শসার ২৩০ কেজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস