শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জিয়া খাল ভরাটে জয়রামপুরে ৩০টি পরিবার পানিবন্দি

পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন ইউএনও
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
জিয়া খাল ভরাটে জয়রামপুরে ৩০টি পরিবার পানিবন্দি

দীর্ঘ তিন মাস ধরে টানা বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহ পাড়ায় ৩০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। পানিবন্দি পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছিল। এমন খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র ঘটনাস্থলে পৌঁছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।


জানা যায়, দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের রাস্তার অপর পাশ দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন। এই খালের নামকরণ করা হয়েছিল জিয়া খাল। সেই খাল কালের অবর্তমানে খেয়াল খুশিমতো স্থানীয়রা ভরাট করে নিজেদের স্থাপনা তৈরি করেন। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে যায় ৩০টি পরিবার। এই বৃষ্টির পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছিল পরিবারের লোকজন।


এমন খবর পেয়ে গতকাল বুধবার ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে পানি নিস্কাকনের ব্যবস্থা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।


উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, পানিবন্দি মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এবং সত্যতা পাই। তারই পরিপ্রেক্ষিতে এই পরিবারগুলোকে কীভাবে পানি থেকে রক্ষা করা যায় তারই ব্যবস্থা গ্রহণ করেছি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩