রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সদর আলীর দাফন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সদর আলীর দাফন

জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সদর আলীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় শিমুলতলা পাড়ার ঈদগাহ ময়দানে জানাজার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ হতে আগত পুলিশের একটি টিম রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালামী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিয়ার রহমানসহ অনেকে। উপস্থিত সদস্যরা বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। পরে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। সদর আলী মনোহরপুর গ্রামের শিমুলতলা পাড়ার মৃত আতর আলীর ছেলে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল