শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মনিরুজ্জামানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৫ ইং
আলমডাঙ্গার বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মনিরুজ্জামানের ইন্তেকাল

আলমডাঙ্গার প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক শেখ মনিরুজ্জামান (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মাদ্রাসা পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে গেছেন।


শেখ মনিরুজ্জামান ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও সামাজিক অগ্রযাত্রার একজন নিবেদিতপ্রাণ। স্বাস্থ্য পরিদর্শক  হিসেবে তিনি তার কর্মজীবন শেষ করেন। কর্মজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে স্থানীয়ভাবে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান ও ড. আহসানুজ্জামানের পিতা। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তাকে দাফন করা হয়।  


তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, শেখ মনিরুজ্জামান ছিলেন একজন আদর্শবান মানুষ ও সমাজের আলোকবর্তিকা। তার মৃত্যুতে আমরা একজন প্রিয়জনকে হারালাম।



কমেন্ট বক্স
notebook

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই