শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
দামুড়হুদায় নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মশিউর রহমান যোগদান করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারহানা ওয়াহিদ (তানি) ও কর্মরত সহকারী মেডিকেল অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন।


জানা যায়, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা গত মাসে বদলি হন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছিলেন আরএমও ডা. ফারহানা ওয়াহিদ (তানি)। এক মাস দায়িত্ব পালনের পর নতুনভাবে যোগদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।


যোগদান উপলক্ষে ডা. মশিউর রহমান বলেন, ‘আমি যোগদানের পর হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেছি এবং সবার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হাসপাতালটি পরিচালনা করা সম্ভব। আমি যতদিন এই হাসপাতালে কর্মরত থাকব, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের সকল সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করব। এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩