শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক

আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযান চালিয়ে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই প্রদীপ বিশ্বাস এবং ঘোলদাঁড়ী পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় আলমডাঙ্গা উপজেলার ১১ নম্বর নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামস্থ চ্যাংমারী মাঠ এলাকার রাসেল নামক এক ব্যক্তির বাড়ির পাশে পুকুরপাড় থেকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নাগদাহ ইউনিয়নের নাগদাহ পূর্বপাড়ার আব্দুর রশিদ হেবার ছেলে রাশেদুজ্জামান টিকু (২৫) ও বলিয়ারপুর গ্রামের আব্দুল সবুর খানের ছেলে ছানিরুল ইসলাম (২৮) তাদের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা (নং-১৬, তারিখ- ০৮/১০/২০২৫) রুজু করা হয়েছে।


এ বিষয়ে ওসি মাসুদুর রহমান বলেন, মাদক সেবনের সময় চেংমারী মাঠে পুকুরপাড় হতে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বর্তমানে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩