বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের ন্যাশনাল কাউন্সিল

দায়িত্বে চুয়াডাঙ্গার সিয়াম ও মুশফিক
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের ন্যাশনাল কাউন্সিল

সংযোগ ফাউন্ডেশনের যুব শাখা সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ-এর ন্যাশনাল কাউন্সিল-২০২৫ গঠিত হয়েছে। গত ৭ অক্টোবর নবগঠিত এই কাউন্সিলে আগামী দুই বছরের জন্য চুয়াডাঙ্গার দুই তরুণ ডা. শাহরিয়ার সিয়াম এবং মুশফিকুর রহমান দায়িত্ব পেয়েছেন। ডা. শাহরিয়ার সিয়ামকে ন্যাশনাল প্রেসিডেন্ট এবং মুশফিকুর রহমানকে টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ বিষয়ে ডা. শাহরিয়ার সিয়াম বলেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নে এবং তরুণদের দক্ষ করে গড়ে তুলতে সংযোগ ভলেন্টিয়ার্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের মানুষ এগিয়ে যাক, দেশের যুবকেরা এসব কাজে আরও বেশি অংশগ্রহণ বাড়াক।’ অন্যদিকে মুশফিকুর রহমান বলেন, ‘এই দায়িত্বে আমাকে যুক্ত করায় আমি অত্যন্ত খুশি। আমি আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং সংগঠনের প্রযুক্তিগত কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করব।’
উল্লেখ্য, সংযোগ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন ও তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। নতুন এই ন্যাশনাল কাউন্সিলের মাধ্যমে সংগঠনটি দেশব্যাপী কার্যক্রমকে আরও শক্তিশালী, সুনির্দিষ্ট ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩