রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপহরণ লিবিয়ায়, মুক্তিপণের টাকা লেনদেন বাংলাদেশে!

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
অপহরণ লিবিয়ায়, মুক্তিপণের টাকা লেনদেন বাংলাদেশে!

লিবিয়ায় কাজ করতে গিয়ে অপহরণের শিকার ঝিনাইদহ ও যশোরের দুই যুবক মুক্তি পেয়েছেন মোটা অংকের টাকা দিয়ে। পাঁচদিন আটকে রেখে লিবিয়ার মাফিয়া চক্র দুই পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় ১২ লাখ টাকা। বাংলাদেশের ব্যাংক একাউন্টে টাকা জমা দিয়ে রশিদ দেখানোর পর ফেরদৌস ও আলী হোসেন নামে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।


পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৯ এপ্রিল লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা থেকে যশোরের পলুয়া গ্রামের ফেরদৌস ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামের আলী হোসেনকে অপহরণ করে একটি সন্ত্রাসী গ্রুপ। চক্রটিতে লিবিয়ান নাগরিক ছাড়াও কয়েকজন বাংলাদেশি দুর্বৃত্তও যুক্ত ছিল।


অপহরণের পর দুই যুবককে নিয়ে যাওয়া হয় লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চল শহর বেনগাজিতে। তাদের সঙ্গে আরও অন্তত ২০ বাংলাদেশি শ্রমিক বন্দি ছিলেন। মুক্তিপণ না দিলে হত্যা করা হবে—এমন হুমকি দিয়ে পরিবারগুলোর কাছে টাকা দাবি করে অপহরণকারীরা।


হরিণাকুন্ডুর রিশখালী গ্রামের চাঁদ আলী জানান, তার ছেলে অপহরণের পর লিবিয়া থেকে +২১৮৯২৭৬২১৪৮৬ নাম্বারের ইমো ব্যবহার করে কথা বলানো হয়। আলী হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানায়, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। সেদিনই লিবিয়া থেকে প্রথম ধাপে ৪ লাখ টাকা দিতে হয়। পরে জমি বিক্রি করে গত ২৪ এপ্রিল ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখা থেকে চার লাখ টাকা পাঠান ২০৫০৭৭৭০২৮৬৫১৪৩১৭ নাম্বারের ইসলামী ব্যাংক এজেন্ট শাখায়।


খোঁজ নিয়ে জানা যায়, এ একাউন্টটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের। একাউন্টধারী মোছা. রুকসানা। ধারণা করা হচ্ছে, তার ভাই লিবিয়ায় থেকে এই চক্রের সঙ্গে যুক্ত। তবে রুকসানার সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু জানান, তার ভাই লিবিয়ায় থাকে—পরে আর কোনো প্রশ্নের উত্তর দেননি।


এদিকে যশোরের পলুয়া গ্রামের সালমা খাতুন গত ২৪ এপ্রিল ইসলামী এজেন্ট ব্যাংকের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজার শাখা থেকে চার লাখ টাকা পাঠান অপহরণকারীদের দেওয়া ২০৫০২৬৩০১০০১৮২১১০ নাম্বারের একাউন্টে। ফেরদৌস ছিলেন তার ছেলে।


খোঁজ নিয়ে জানা গেছে, ছুটিপুর বাজার শাখা থেকে এই টাকা স্থানান্তর হয় নড়াইলের রূপগঞ্জ বাজারস্থ ইসলামী এজেন্ট ব্যাংকের একাউন্টে। একাউন্টটি পরিচালনা করেন মরিয়ম ট্রেডার্সের মালিক জুল হুসাইন। যার লেনদেন আইডি ৫১২৫০৪২৪০০০১৯১৪৩।


ইসলামী ব্যাংক রূপগঞ্জ বাজার শাখার প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবীর জানান, গত ২৪ এপ্রিল মরিয়ম ট্রেডার্সের মালিকের একাউন্টে ৩ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা জমা হয়। তবে কারা বা কি উদ্দেশ্যে জমা দিয়েছে তা তিনি জানেন না।


অভিযোগ উঠেছে, লিবিয়ায় দীর্ঘদিন ধরে কিছু বাংলাদেশি দুর্বৃত্ত স্থানীয় মাফিয়াদের সহযোগিতায় শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। অপহরণ হচ্ছে লিবিয়ায়, কিন্তু মুক্তিপণের টাকা হাতবদল হচ্ছে বাংলাদেশেই। ভুক্তভোগীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে দেশে অবস্থানরত এজেন্টদের সনাক্ত করা সহজ হবে।


এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ভুক্তভোগী পরিবার চাইলে যেসব একাউন্টে টাকা দিয়েছে সেগুলোকে মামলায় উল্লেখ করতে পারে। মামলা হলে তদন্ত করে দেশীয় এজেন্টদের চিহ্নিত করা সম্ভব হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল