জীবননগর উপজেলার উথলীতে দিনে-দুপুরে একটি সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দোকানের তালা ভেঙে ক্যাশবাক্সে থাকা নগদ দেড় লাখ টাকার বেশি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চুরির শিকার দোকানটি কীটনাশক ব্যবসায়ী লিটন হোসেনের।
ব্যবসায়ী লিটন হোসেন জানান, ‘গতকাল সকাল থেকে দোকানে বেচাকেনা করার পর দুপুর ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। পরে জুমার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে বিকেল ৪টার দিকে দোকানে ফিরে দেখেন শাটার খোলা আর ক্যাশবাক্সের তালা ভাঙা। তিনি বলেন, ‘ভিতরে গিয়ে দেখি ক্যাশবাক্সের সমস্ত টাকা নেই। সার ও কীটনাশক বিক্রির টাকা এবং মালামাল কেনার জন্য রাখা প্রায় এক লাখ টাকা মিলিয়ে আনুমানিক দেড় লাখ টাকার মতো ছিলো ক্যাশবাক্সে।’
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সবাই যখন মসজিদে জুমার নামাজে ছিলেন, সেই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায়। দোকানের মতো নিরাপদ জায়গায় এভাবে চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, গ্রামের ভেতরের দোকানও এখন আর নিরাপদ নয়, চোরচক্রের কারণে সাধারণ মানুষের স্বস্তি বলতে কিছুই নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।